শেষ কবে কোন বাংলা গানের মিউজিক ভিডিও মানুষকে এতটা আবেগাক্রান্ত করতে পেরেছে, আমাদের মনে পড়ছে না...
মিউজিক ভিডিওতে গল্প বলাটাকে সবসময়ই সাহসী একটা চেষ্টা বলে মনে হয় আমার কাছে। গানের সঙ্গে গল্প সাজিয়ে সেটাকে চার-পাঁচ মিনিটের মধ্যে বিশ্বাসযোগ্যভাবে পরিবেশন করাটা খুবই কঠিন। ইংরেজী বা হিন্দিতে এই চেষ্টাটার কিছু ভালো আউটপুট মাঝেমধ্যেই চোখে পড়ে, কিন্ত বাংলা গানের মিউজিক ভিডিওতে এমন দৃষ্টান্ত খুবই বিরল। আর সেই বিরল তালিকায় নতুন একটা সংযোজন প্রীতম হাসানের নতুন গান 'ভেঙে পড়ো না এভাবে' গানটা। চার মিনিট তেতাল্লিশ সেকেন্ড সময়ে চমৎকার কিছু লাইন আর সুন্দর একটা সঙ্গীতায়োজনের পাশাপাশি দারুণ একটা গল্পও দেখা হলো- প্রীতম এন্ড কোম্পানী একটা ধন্যবাদ ডিজার্ভ করেন নিশ্চিতভাবেই।
হেডফোনটা কানে লাগিয়ে গান প্লে করার সঙ্গে সঙ্গেই পর্দায় ভেসে উঠলো, সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত... প্রীতম নিজেই অভিনয় করেছেন মিউজিক ভিডিওতে, একটা মাস্কটের আবরণ গায়ে চাপিয়ে অন্ধকার ঘরে বসে থাকতে দেখা গেল তাকে, গল্পের শেষটাই দেখানো হলো শুরুতে। তারপর ফ্ল্যাশব্যাক, আমাদের নিয়ে যাওয়া হলো কয়েক বছর আগের স্মৃতিতে।
গান আর ভিডিওটার বিষয়বস্তু ভাই-বোনের ভালোবাসা। ছোট বোনটা ভাইয়ের চোখের মণি, দুজনের বয়সের ব্যবধান বেশ খানিকটা, কিন্ত ভালোবাসা সেখানে টইটম্বুর। আদর আর খুনসুটিতে কেটে যাওয়া দিনগুলোতে আচমকা উপদ্রব হয়ে এলো ক্যান্সার নামের প্রাণঘাতি অসুখটা, গল্পটা মোড় নিতে শুরু করলো এখান থেকে। আমরা দেখলাম, সাধ্যের সবটুকু দিয়ে বোনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে এক ভাই। মরণব্যাধির কাছে মানুষ বড় অসহায়, তবু যুদ্ধে ছাড় দিচ্ছে না কেউ।
হাসপাতালে ভর্তি বোনটাকে একটু আনন্দ দেয়ার জন্য পুতুলের ভারী পোশাক গায়ে চাপিয়ে হাজির হচ্ছে ভাই, গরমে ঘাম পড়ছে টপটপ করে, সেদিকে নজর দেয়ার সময় কোথায়! ক্যান্সারের প্রভাবে চুল পড়ে যাচ্ছে বাচ্চা মেয়েটার, তার চুল আঁচড়ানোর সময় কিংবা মাথা ন্যাড়া করে দেয়ার সময় বেদনার বলিরেখা স্পষ্ট হয়ে উঠছে ভাইয়ের মুখেও। কানে বাজছে গানের লাইন, 'তুমি ভেঙ্গে পড়ো না এভাবে', অথচ পর্দায় দেখা মানুষটা যে ভেঙেচুড়ে শত টুকরো হয়ে যাচ্ছে- সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না একটুও।
ভিডিওর একদম শুরুতে দেখা দৃশ্যটাই আবার ফিরে এলো শেষে। ক্যান্সারের সাথে অসম একটা যুদ্ধ করে বোনটা চলে গেছে না ফেরার দেশে। পুতুলের পোশাক গায়ে জড়িয়ে ভাই বসে আছে বোনের রুমে, ছোটবোনের খেলনাগুলো হাতে নিয়ে বোনকে খোঁজার চেষ্টা করছে হয়তো। আলো-আঁধারীতেও চোখের নিচে চিকচিক করা জল স্পষ্ট বোঝা যাচ্ছে সেখানে। প্রীতম এর আগেও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, শর্টফিল্মে দেখা গেছে তাকে; তবে এবার যা করেছেন সেটা মুগ্ধতা ছড়ানোর মতো। তার গানের পাশাপাশি তার অভিনয়েরও ভক্ত হওয়া যায় চাইলে। বোনকে হারিয়ে ফেলার কষ্ট, যন্ত্রণা- সব এক্সপ্রেশনই দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি।
ভিডিওর শুরুতে সত্যি ঘটনা অবলম্বনে কথাটা লেখা ছিল। এই গল্পটা অনয়া খান শিফার। ২০১৬ সালে ছোট্ট একরত্তি মেয়েটার শরীরে ধরা পড়েছিল বি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। দুরারোগ্য এই ব্যাধিটার সাথে চার বছরের দীর্ঘ একটা যুদ্ধ শেষে হার মেনেছে অনয়া, এবছরের জানুয়ারীর দশ তারিখে মারা গেছে মেয়েটা। অনয়ার সত্যিকারের গল্পটা নিয়েই গান বেঁধেছেন প্রীতম, লাইন সাজানোয় তাকে সাহায্য করেছেন রাকিব হাসান রাহুল। আর পুরো গল্পটাকে ভিজ্যুয়ালাইজ করে উপস্থাপনের দায়িত্ব নিয়েছেন একে পরাগ এবং ভাস্কর জনি। নুহাশ হুমায়ূনও জড়িত ছিলেন গানচিলের ব্যানারে এই ভিডিও নির্মাণের সঙ্গে, বিশেষ ধন্যবাদের তালিকায় তাই তার নামটাও রইলো।
'ভেঙে পড়ো না এভাবে' গানটার মিউজিক ভিডিওর শেষ প্রান্তে অনয়ার কয়েকটা স্টিল পিকচার দেখানো হয়েছে, মেয়েটাকে দেখে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। ইউটিউবে এই গানের নিচে কমেন্টগুলোতে চোখ বুলিয়ে এলেই বোঝা যাবে, গান আর ভিডিওটা কতখানি স্পর্শ করেছে দর্শককে। অজস্র মানুষ অনয়ার জন্য প্রার্থনা করছে, গানটা শুনে আর ভিডিওটা দেখে তাদের কষ্ট পাওয়ার কথা লিখছে। অনেকেই আবার অনয়ার ভাইয়ের উদ্দেশ্যে লিখছেন- তুমি ভেঙে পড়ো না এভাবে... শেষ কবে কোন বাংলা গানের মিউজিক ভিডিও মানুষকে এতটা আবেগাক্রান্ত করতে পেরেছে, আমার মনে পড়ছে না।
ভাই-বোনের ভালোবাসা আর প্রিয়জনকে হারিয়ে ফেলার শূন্যতায় ঘেরা এমন চমৎকারভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য প্রীতমকে ধন্যবাদ, ধন্যবাদ বাকিদেরও। 'লোকাল বাস' থেকে 'খোকা' হয়ে আজকের 'ভেঙে পড়ো না এভাবে'- প্রীতম ক্রমশ নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই তরুণ তুর্কীর হাত ধরে দারুণ কিছু কাজ যোগ হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিতে। এই গানটা, বা গানের ভিডিও- কোনটাই খুব সহজে মাথা থেকে বের হবে না, সেটা বুঝতে পারছি। রাত বিরাতে মগজের ভেতর প্রীতমের কণ্ঠ কড়া নাড়বে, কানে বাজতে থাকবে লাইনগুলো-
"তুমি ভেঙে পড়ো না এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে;
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে..."
'ভেঙে পড়ো না এভাবে' গানটি দেখুন নিচের লিংকে ক্লিক করে-
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন