বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা, সেটির অভিনেতা-অভিনেত্রীদের অনেকেরই পছন্দ হয়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। আচ্ছা, এই সিনেমায় ঐতিহাসিক চরিত্রগুলোতে অভিনেতা-অভিনেত্রী হিসেবে যদি এই মানুষগুলোকে নেয়া হতো, তাহলে কেমন হতো ব্যাপারটা?

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর জীবনীমূলক চলচ্চিত্র যার পরিচালনায় আছেন শ্যাম বেনেগাল। এই ছবিটি নিয়ে ইতোমধ্যে অনেক আলোচনা হয়েছে, হচ্ছে যে কে পর্দায় ফুটিয়ে তুলবেন বঙ্গবন্ধুর রোল। ইতোমধ্যে জানা গেছে যে, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ, তাজউদ্দিনের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস, শহিদুল আলম সাচ্চু করবেন শেরে বাংলা-এর চরিত্র। এই কাস্টিং অনেকের মতো আমারও পছন্দ হয় নি। তাই, আমি আমার পূর্বের তৈরি করা ড্রিম কাস্টটা আবার পোস্ট করলাম।

তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে কলকাতার অনির্বাণ ভট্টাচার্যকে আমার মনে ধরেছে। কারন সে ইতোমধ্যে ব্যোমকেশসহ আরো কিছু দৃঢ়, বলিষ্ঠ চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছে। এই Nuance টা বঙ্গবন্ধুর বিপ্লবী, প্রতিবাদী একইসাথে প্রগাঢ়, উদাত্ত চরিত্র করার জন্য মানানসই হবে। অনেকে বলতে পারেন জাতির পিতার চরিত্রে ভারতীয় কেউ কেন। সেক্ষেত্রে বলতে পারি যে, আব্রাহাম লিংকনের চরিত্রও কিন্তু ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে লুইস পর্দায় পেশ করেছেন, মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন বেন কিংসলে। আর, বয়সকালের বঙ্গবন্ধু কে হবে সেটা আমরা ঠিক করতে পারি নি। অনির্বাণকে দিয়েও মেকআপের সাহায্যে করানো যেতে পারে।

আর, ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনার মত দৃঢ়চেতা একজন অভিনেত্রী দরকার। বয়সের পার্থক্য কমাতে মেকআপ নিশ্চয়ই কার্পণ্য করবে না। অভিনেতা আলম রহমান ভাইকে আমি দেখতে চাই শেখ মনির চরিত্রে। তিনি তার গড়ন, চেহারা ও অভিনয় দিয়ে শেখ মনি এমনইভাবে উপস্থাপন করবেন বলে আমার বিশ্বাস যে দর্শকরা তাজ্জব বনে যাবেন।

অনির্বাণ ভট্টাচার্য -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
অনির্বাণ ভট্টাচার্য -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মামুনুর রশিদ-শেরে বাংলা এ কে ফজলুল হক
বোমান ইরানি-হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ফজলুর রহমান বাবু-মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
রুদ্রনীল ঘোষ-তাজউদ্দীন আহমেদ
ইলিয়ানা ডি ক্রুজ-শেখ হাসিনা
শহীদুজ্জামান সেলিম-খন্দকার মোশতাক আহমেদ
নওয়াজউদ্দিন সিদ্দিকী- জিয়াউর রহমান
যোগরাজ সিংহ-আইয়ুব খান
আলম রহমান-শেখ মনি
রাজা মুরাদ-ইয়াহিয়া খান
কঙ্গনা রনওয়াত-ইন্দিরা গান্ধী
দালিত পালমুর-জুলফিকার আলি ভুট্টো
কার্তিক আরিয়ান-শেখ কামাল
শ্যামল মাওলা-তোফাজ্জল হোসেন মানিক মিয়া

 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা