স্বাধীনতা কত আকাঙ্ক্ষিত, তা জানে বেলুচিস্তানের মানুষ
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

প্রতি বছর ১৪ আগস্ট প্রজাতন্ত্র দিবসে ওদের টিভিতে দেখতে হয়; তাদের বাপ ভাই কিংবা মামা, প্রতিবেশী- যে কিনা পাকিস্তানী আর্মির সাথে যুদ্ধে মরে গেছে।
বাংলাদেশের মানচিত্রটাকে আয়নায় উল্টো করে ধরলে যেরকম লাগবে, বেলুচিস্তানের মানচিত্রটা ঠিক এমন। মনে হয় কেউ অদ্ভুতভাবে বাংলাদেশের মানচিত্রটাকেই মিরর ইমেজ করে রেখেছে। মানচিত্রের ছবি একই হলেও; বেলুচিস্তানের মানচিত্রটা বাংলাদেশের চেয়ে আয়তনে ৩ গুণ বড়। এই মানচিত্রটাকে স্বাধীন করতে পাকিস্তানের বিরুদ্ধে ওই জাতির যুদ্ধের ইতিহাসও আমাদের তিন দশক আগের পুরোনো। এই দূর্ভাগা জাতি সারা জীবন আমাদের হিংসা করবে।
তারা স্বাধীনতা চাইছে। হাজার হাজার মানুষ মরেছে। মেয়েদের আর্মি ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, হচ্ছে। জোয়ান যুবকদের ধরে নিয়ে আর্মি ক্যাম্পে নির্যাতন করা হয়েছে; এখনও হয়। ৬০ বছর মুক্তি সংগ্রাম চলছে। স্বাধীনতা আসে নি। কেবল মানুষ মরেছ ১৯৪৮ সাল থেকে। বিজয় দিবস আসে নি!
আমাদের দেখে অনুপ্রাণিত হয়ে, ওরা ১৯৭৩ সালে নিজেদের মুক্তি বাহিনীর নাম রেখেছিল “Baloch Liberation Front”, যার মানে- বেলুচিস্তানের মুক্তিবাহিনী। তাদের যেহেতু ১৬ ডিসেম্বর বিজয় দিবস নেই। তাদের যেহেতু একটা স্বাধীন পতাকা নাই। তাদের যেহেতু একজন শেখ মুজিব নেই। তাই ১৯ হাজার মুক্তিযোদ্ধা হত্যার পর, ৮ হাজার মেয়ের ধর্ষণের খবর জানার পরও ওদের দেশের নাম, ওদের দেশপ্রেমের নাম পাঠ্যবইতে পড়তে হয় ‘পাকিস্তান'।
প্রতি বছর ১৪ আগস্ট প্রজাতন্ত্র দিবসে ওদের টিভিতে দেখতে হয়; তাদের বাপ ভাই কিংবা মামা, প্রতিবেশী- যে কিনা পাকিস্তানী আর্মির সাথে যুদ্ধে মরে গেছে। সে ছিল ইন্ডিয়ার দালাল; গাদ্দার। আমাদের মুক্তিযোদ্ধারা জিতেছিলেন বলেই; আজ আমরা অন্য এক ইতিহাস পড়ি। তা নাহলে ১৬ ডিসেম্বরের দিনে টেলিভিশনে দেখতাম- বেলুচ মুক্তিযোদ্ধাদের মতো; বাঙালি মুক্তিযোদ্ধাদেরও ফাঁসি হয়েছে।
সৃজশীল প্রশ্নের উদ্দীপক অংশে ভারতের দালালের তালিকায় শেখ মুজিব, তাজউদ্দীনের নাম দেখতাম। রুলখাতা আর লুজশীট নিয়ে প্রশ্নের উত্তর দিতাম। পূর্ণমান ১০। আমাদের বিজয় দিবস থাকতো না। কিন্তু প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানের জাতীয় পতাকার ছবি প্রোফাইলে দিত আমাদের বিরাট অংশ।
দেশ রক্ষার দায়িত্বে নিয়োজিত- জামায়াতি রাজাকারদের তখন বেতন ছিল ৯৩ টাকা। অর্থনীতিবিদ শামসুল হক হিসাব করে দেখিয়েছেন- আজকের বাজার মূল্য যা হতো ৬ হাজার টাকা। এই টাকায় ভারতের দালালদের বিরুদ্ধে জীবন দিয়ে যুদ্ধ করা দেশপ্রেমিক রাজাকারদের খাবার চলে কিনা! কী মানবেতর জীবন, কী এক দূরাবস্থা! এই নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কেউ কেউ দেশপ্রেম জানাতো। আমরা শেয়ার দিয়ে বলতাম- অপরাধী গান ভাইরাল হয়। দেশটাকে ইন্ডিয়া হওয়া থেকে বাঁচালো যারা, সেই দেশপ্রেমিক রাজাকারদের অভাবের জীবন ভাইরাল হয় না! ছিঃ...
১৬ ডিসেম্বর। এক বিজয়। এক নতুন পতাকা। অনেক কিছুই পাল্টে দিয়েছে। আমাদের পূর্বপুরুষদের রক্ত; ওদের পাকিপন্থী-বাপের বীর্যের আস্ফালন থামিয়ে দিয়েছে। এজন্যই 'মুক্তিযুদ্ধ' শব্দটা আমার কাছে অনেক বড় ব্যাপার।