প্রিয় দর্শক, এন্ড্রু কিশোরের মতো অসাধারণ একজন শিল্পীর সেরা বিশটা গান খুঁজে বের করাটা খড়ের গাঁদায় সুঁই খোঁজার শামিল। এই তলিকা নিয়ে দ্বিমত থাকবে, এটাই স্বাভাবিক। অজস্র জনপ্রিয় গানের ভীড়ে অনেক গানকেই জায়গা দেয়া সম্ভব হয়নি। আপনাদের যে কোন মতামতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রইলো।

এন্ড্রু কিশোর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, আমাদের জন্য রেখে গেছেন শত শত গান, আর অজস্র স্মৃতি। কতশত গান তিনি গেয়েছেন, সেগুলোর বেশিরভাগই জনপ্রিয় হয়েছে, কাজেই তাকে ট্রিবিউট দেয়ার জন্য যখন সেরা কিছু গান বাছাই করতে বসলাম, তখন মনে হলো খড়ের গাঁদায় সুঁই খুঁজতে নেমেছি বুঝি! এন্ড্রু কিশোরের শত শত গানের ভেতর থেকে সেরা দশ-বিশ বা ত্রিশটা গান খুঁজে বের করতে গিয়েই আমরা আবিস্কার করলাম, কেন তাকে প্লে-ব্যাক কিং ডাকা হতো। বাংলা চলচ্চিত্রের ইতিহাস লিখতে গেলে সঙ্গীতের একটা বড়সড় অধ্যায় জুড়ে শুধু এন্ড্রু কিশোরের নামই থাকবে, নিজের কীর্তিতে, মহিমায় এই অসম্ভবকে সম্ভব করেছিলেন এই কিংবদন্তী শিল্পী। 

পাঠকদের জন্য এখানে এন্ড্রু কিশোরের সেরা বিশটা গানের ইউটিউব লিংক সহ দেয়া হলো। এই তালিকার সঙ্গে অনেকে একমত না হতেই পারেন, আপনাদের মতামতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা থাকলো। এগিয়ে চলো টিমকে এই তালিকাটি প্রস্তুতে সাহায্য করেছেন হৃদয় সাহা। তার প্রতি কৃতজ্ঞতা। 

** হায়রে মানুষ রঙিন ফানুশ, দম ফুরাইলে ঠুশ- সিনেমার নাম 'বড় ভালো লোক ছিল'। এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, এখনও লোকের মুখে মুখে ঘুরে ফেরে এই গান। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে।

** ডাক দিয়াছেন দয়াল আমারে- প্রাণ সজনী সিনেমায় গাওয়া এন্ড্রু কিশোরের গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** সবাই তো ভালবাসা চায়- এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের গাওয়া এই ডুয়েট গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** জীবনের গল্প আছে বাকি অল্প- ভেজা চোখ সিনেমায় এই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। সঙ্গীত পরিচালনায় ছিলেন আলম খান। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** বেদের মেয়ে জোছনা- বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা, সেই বেদের মেয়ে জোছনার টাইটাল গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। সিনেমার জনপ্রিয়তার পেছনে এই গানেরও ভূমিকা ছিল। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে-জাফর ইকবাল এবং সুবর্ণা মুস্তফা অভিনীত নয়নের আলো সিনেমার এই গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** চোখ যে মনের কথা বলে- সিনেমার নাম আজ গায়ে হলুদ। অভিনয় করেছিলেন আমিন খান, মৌসুমী এবং মাহফুজ। এন্ড্রু কিশোরের গাওয়া জনপ্রিয় এই গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** আমি একদিন তোমায় না দেখিলে- আফজাল হোসেন এবং পারভীন সুলতানা দিতি অভিনীত দুই জীবন সিনেমায় এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি শোনার জন্য রেডিওতে প্রতিদিনই অসংখ্য অনুরোধ আসতো। তরুণ-তরুণীদের মধ্যে এই গানের ক্রেজ ছিল অন্যরকম। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান- এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটিও নয়নের আলো সিনেমার। গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** তুমি আমার জীবন, আমি তোমার জীবন- ববিতা এবং জাফর ইকবালের জনপ্রিয় সিনেমা অবুঝ হৃদয়, এই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং রুণা লায়লা। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা- ইলিয়াস কাঞ্চন এবং জাফর ইকবাল অভিনীত সিনেমা ভাই বন্ধু। এই সিনেমায় এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** তোমাকে চাই শুধু তোমাকেই চাই- নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় গানের তালিকা করলে এই গানটিকে অগ্রাহ্য করা যাবে না কোনভাবেই, গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কণক চাঁপা। সিনেমার নাম ছিল তোমাকে চাই, অভিনয় করেছিলেন সালমান শাহ এবং শাবনূর। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** আমার সারা দেহ খেয়ে গো মাটি- আবারও নয়নের আলো, এই সিনেমায় এন্ড্রু কিশোরের গাওয়া গানটা 'আমার সারা দেহ' গানটা চোখের জলে ভাসিয়েছিল অজস্র মানুষকে। সেই সঙ্গে গানের চিত্রায়ণে জাফর ইকবালের দুর্দান্ত অভিনয় তো ছিলোই। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** কিছু কিছু মানুষের জীবনে ভালবাসা চাওয়াটাই ভুল- সিনেমার নাম স্বপ্নের বাসর। রিয়াজ, শাবনূর ও শাকিব খান অভিনীত এই সিনেমার 'কিছু কিছু মানুষের জীবনে' গানটির জনপ্রিয়তা এখনও কমেনি। বিটিভির ছায়াছন্দ অনুষ্ঠানে এই গান প্রতি পর্বেই প্রচারিত হতো দর্শকের অনুরোধে। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে- আঁখি-মিলন সিনেমায় বিখ্যাত এই গানটা গেয়েছিলেন এন্ড্রু কিশোর, সহশিল্পী ছিলেন সামিনা চৌধুরী। ইলিয়াস কাঞ্চন এবং সুচরিতা অভিনীত এই সিনেমার আমার গরুর গাড়িতে গানটা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, সেই জনপ্রিয়তা কমেনি এখনও। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** পড়ে না চোখের পলক- বাংলা সিনেমার ইতিহাসে অসম্ভব এক ক্রেজের নাম ছিল পড়ে না চোখের পলক গানটি। 'প্রাণের চেয়ে প্রিয়' নামের এই সিনেমায় অভিনয় করেছিলেন রিয়াজ এবং রাভিনা। এই গানের কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** ভালো আছি ভালো থেকো- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ'র লেখা লাইনগুলো জীবন্ত হয়ে উঠেছিল এন্ড্রু কিশোরের কন্ঠে। সালমান শাহ ও শাবনূর অভিনীত তোমাকে চাই সিনেমার গান এটি। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** তুমি মোর জীবনের ভাবনা- সালমান শাহ ও শাবনূর অভিনীত আনন্দ-অশ্রু সিনেমার গান এটি। সঙ্গীত পরিচালক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আর এই গানে এন্ড্রু কিশোরের সহশিল্পী ছিলেন কণক চাঁপা। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** চাঁদের সাথে আমি দেব না, তোমার তুলনা- জফর ইকবাল এবং অঞ্জু ঘোষ অভিনীত আশীর্বাদ সিনেমার গান এটি। বিখ্যাত লেখক সৈয়দ শামসুল হক লিখেছিলেন এই গানের কথা, সুর করেছিলেন আলম খান। গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

** ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না- জনপ্রিয় এই গানটি শোনার জন্য ক্লিক করুন এই লিংকে

এছাড়াও সব সখীরে পার করিতে, এ জীবনে যারে চেয়েছি, আমার হৃদয় একটা আয়না, তোমায় দেখলে মনে হয়, তুমি যেখানে আমি সেখানে সহ অজস্র জনপ্রিয় গানকে এই তালিকার বাইরে রাখতে বাধ্য হয়েছি আমরা...

আরও পড়ুন- 

*

প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা