অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার পর এবার বাসস্থান তৈরি করছে বিদ্যানন্দ!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
নাগরিকদের মৌলিক চাহিদার কোনটাই বাদ রাখছে না বিদ্যানন্দ ফাউন্ডেশন। একে একে সব মৌলিক চাহিদাসমূহ পূরণে উদ্যোগ নিচ্ছে তারা। দেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়ে দেয়ার জন্য বিদ্যানন্দের প্রতি সম্মান, ভালোবাসা ও শুভকামনা।
নাগরিকদের মৌলিক চাহিদার কোনটাই বাদ রাখছে না বিদ্যানন্দ ফাউন্ডেশন। একে একে সব মৌলিক চাহিদাসমূহ পূরণে উদ্যোগ নিচ্ছে তারা। এরই প্রমাণ মিলছে তাদের প্রতিটা প্রজেক্টে। এবার নারীদের জন্য বাসস্থান বানানোর উদ্যোগ নিয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
মেয়েদের জন্য আবাসিক হোস্টেল নির্মাণ করছে তারা। চাকরীর ইন্টার্ভিউ, ভর্তি পরীক্ষা কিংবা চিকিৎসার কারণে অনেক নারীর বাসস্থানের প্রয়োজন হয়। দুই এক রাত থাকার জন্য নিরাপদ বাসস্থান পাওয়া দুস্কর। কিন্তু ঘরের বাইরে মেয়েদের নিরাপদ আবাসন কই? ছেলেরা বোর্ডিং খুঁজে নিলেও মেয়েদের ভরসা শুধুমাত্র আত্মীয় কিংবা দামী হোটেল।
বিদ্যানন্দ - Bidyanondo তাই কাজ করে যাচ্ছে নারীদের জন্য আবাসিক হোস্টেল তৈরি করার। অবকাঠামো নির্মানের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে এই মাসের মাঝে চালু হয়ে যাবে নারীদের জন্য বিশেষ এই আবাসস্থল। বিদ্যানন্দের উদ্দেশ্য, সামাজিক সমস্যার সমাধানের পথ দেখানো। তারা স্বপ্ন দেখে দেশসেরা শিল্পপতিরা এই উদ্যোগকে আরো বড় পরিসরে নিয়ে যাবে। একটি সুন্দর দেশ গড়ে তোলার প্রত্যয়ে তাদের এই পথচলা।
ঢাকায় ভ্রমণ করার সময় যদি কোনো নারী নিরাপদ আশ্রয় চান তবে বাসন্তী নিবাস নামের এই নারী হোস্টেলে যোগাযোগ করতে হবে। ঢাকার মিরপুরের সাড়ে ১১ নাম্বারের পল্লবী আবাসিক এলাকার রোড নাম্বার ২/বি এর ১৩ নাম্বার রোডটিই হচ্ছে বাসন্তী নিবাসের ঠিকানা। এ ব্যাপারে বিদ্যানন্দ জানায়, ‘অর্থ সংকটের জন্য আমরা কাজটি তাড়াতাড়ি শেষ করতে পারছি না, তাই দাতাদের সদয় দৃষ্টি প্রার্থনা করছি’।
নির্বাচনী বর্জ্য পোষ্টার দিয়ে এতিমদের খাতা বানানো শুরু করে হৈচৈ ফেলে দিয়েছিলো তারা। প্রায় ২০ টন পোষ্টার দিয়ে এক লাখ লেখার খাতা বানানোর বিশাল লক্ষ্যমাত্রায় কাজ করে চলেছে বিদ্যানন্দ। যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। নির্বাচনী ব্যানার দিয়ে এতিমদের স্কুলব্যাগ বানিয়ে বিতরণ করেছে ইতিমধ্যেই। মেয়াদ আছে এমন ঔষধ, অব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের বিনিময়ে অমর একুশে বইমেলায় বই বিতরণও চলছে তাদের। বাংলা একাডেমি চত্বরের ৭৭ নম্বর স্টলটি বিদ্যানন্দ ফাউন্ডেশনের। বঙ্গপোসাগরের সৈকত থেকে আবর্জনা কুড়িয়ে সেটা দিয়ে চট্টগ্রাম বইমেলার স্টল বানাচ্ছে তারা।
সেই এক টাকার আহার বিতরণ তো চলছেই। সাথে রয়েছে পথশিশুদের জন্য পরিচালিত স্কুল। বাংলাদেশের উত্তরাঞ্চলে চলবে মেডিকেল ক্যাম্প। এক টাকার চিকিৎসা নামে এই উদ্যোগটিও বিদ্যানন্দের আরেকটি অভিনব উদ্যোগ। সুবিধাবঞ্চিতদের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এর মতো মৌলিক চাহিদার সবগুলোই পূরণ করার পথে অভিনব সব পরিকল্পনা বাস্তবায়ন করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। দেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়ে দেয়ার জন্য বিদ্যানন্দের প্রতি সম্মান, ভালোবাসা ও শুভকামনা।
বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্পর্কে জানতে আরো পড়ুনঃ
সমুদ্র সৈকতের আবর্জনা দিয়ে বইমেলার স্টল! বিদ্যানন্দ, ইউ বিউটি!
পুরাতন জিনিস দিন, বিনিময়ে বইমেলায় বই নিন: বাহ বিদ্যানন্দ!
নির্বাচনী ব্যানার দিয়ে এতিমদের স্কুলব্যাগ, অবিশ্বাস্য!
এতিমদের লেখাপড়ার খাতা বানানো হবে নির্বাচনী পোষ্টার দিয়ে!