ক্রিকেট দলের মালিক নিজেই খেলতে নামলেন মাঠে, গড়লেন ইতিহাস!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের এক ম্যাচে হুট করেই খেলতে নামলেন দলের মালিক নিজেই। এরপর মাঠে নেমে বিচিত্র যে সব কাণ্ড করলেন, তা ভাবলেও অবাক হতে হবে...
পাড়ার ক্রিকেটে খেলতে নেমে বৈষম্যের শিকার আমরা অনেকেই হয়েছি। বৈষম্যের মধ্যে সবচেয়ে প্রকট যেটা, সেটি হচ্ছে- যার ব্যাট বল, সে আউট হলে ব্যাট বল নিয়ে দুম করে চলে যেতো। দেখা যেতো, আমাদের অনেকেরই হয়তো তখনো ব্যাট করা বাকি। এভাবে কত দিন যে আক্ষেপে পুড়েছি, তার শেষ নেই। ভেবেছিলাম, এগুলো শুধু পাড়ার ক্রিকেটেই হয়। কিন্তু প্রফেশনাল ক্রিকেটেও যে এরকম হতে পারে, সেটা জানা ছিলো না মোটেও। কিন্তু সেটারই সাক্ষী হলাম সম্প্রতি।
আফগানিস্তানের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা লিগের এক টীমের নাম আইয়ুবী কাবুল ইগলস। এই টীমটি এবার শিরোপাও জিতেছে স্পাগিজা লীগের। কিন্তু আমাদের কথাবার্তা এই টীমকে নিয়ে না। বরং এই টীমের মালিকই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। আবদুল লতিফ আইয়ুবী নামের মানুষটি 'আইয়ুবী কাবুল ইগলস' এর মালিক। আইপিএল, বিপিএল সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি স্পোর্টস টুর্নামেন্টের ম্যাচগুলোতে আমরা দেখেছি, একেকটা টিমের মালিক মাঠে আসেন, গ্যালারিতে ভিআইপি সীটে বা ডাগআউটে এসে দুয়েকটা হাততালি আর হাত পা নেড়েনুড়ে চলে যান।
কিন্তু আমাদের এই আবদুল লতিফ আইয়ুবী এসব কাজের ধার ধারেন না। 'দলের মালিক আমি, আমিও খেলবো' এই নীতিতে বিশ্বাসী হয়েই তিনি নিজেই নেমে গিয়েছিলেন ম্যাচ খেলতে। কোনো ক্রিকেট টীমের মালিক এভাবে ম্যাচ চলাকালে খেলতে নেমেছেন কী না, সে তথ্য জানা নেই কারো। তবে তিনি মাঠে নেমেই ক্ষান্ত হন নি। এক ওভার বলও করেছেন। দিয়েছেন ১৬ রান। তবে এখানেই থেমে থাকেন নি। নিজের দলের প্লেয়ারদেরই করেছেন গালিগালাজ, স্টাফদের সাথে করেছেন দুর্ব্যবহার!
নিজের দল সেই ম্যাচে জিতলেও এতসব ঝগড়াঝাটির কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে হয়েছেন নিষিদ্ধ। তবে যেটাই হোক না কেন, তিনি কিন্তু ঢুকে গেছেন বেশ কিছু ইতিহাসের মধ্যেও। আইসিসি, ক্রিকইনফোর অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে গিয়েছে তার নাম। দল জিতেছে শিরোপা। নিজের টাকার দল, নিজে জয়ে অবদান রেখেছেন সরাসরি, অনেকগুলো পরিসংখ্যানে যুক্ত করেছেন নিজের নাম, আইয়ুবী শতভাগ সফলই বলা চলে।
তাছাড়া নিজের টাকার টীম, তিনি খেলবেনও না বা কেন! বল-ব্যাট যার, সে তো অবশ্যই খেলবে। পাড়ার ক্রিকেট তো সেরকমটাই বলে। আইয়ুবী সেই শৈশবের অতীতকেই যেন হালকা করে টেনে নিয়ে এলেন বিশ্বমঞ্চে!
*
প্রিয় পাঠক, চাইলে এগিয়ে চলোতে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- আপনিও লিখুন