'অযথা বাড়তি খরচ কেন করবেন' বলা মানুষটা চলে গেলেন করোনায়!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
নাইন্টিজ কিডসরা তাকে চিনবেই। সিনেমার বিরতিতে কিংবা ক্রিকেট ম্যাচের মাঝখানে ইবনে সিনার বিজ্ঞাপন নিয়ে হাজির হতেন তিনি। দেশসেরা সেই রেডিওলজিস্ট ডা. আবুল মোকারিম মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে...
ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক, রেডিওলজি বিভাগের প্রধান এবং দেশসেরা রেডিওলজিস্ট ডা. মেজর (অব) আবুল মোকারিম মোহাম্মদ মহসিন উদ্দিন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সন্ধ্যায়ও তার জন্যে এবি পজিটিভ ব্লাড গ্রুপের প্লাজমা খোঁজা হচ্ছিল, অনেকেই পোস্ট দিচ্ছিলেন ফেসবুকে। মধ্যরাতে দুঃসংবাদটা এলো, ডা. আবুল মোকারিম আর নেই, করোনার কাছে হেরে গিয়ে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে!
আবুল মোকারিম নামটা পরিচিত ছিল না। কিন্ত ফেসবুকে তার ছবি দেখে চমকে উঠলাম, মুহূর্তের মধ্যে যেন স্মৃতির ডানায় চড়ে হারিয়ে গেলাম ১৪/১৫ বছর আগে! নস্টালজিয়ায় ভুগতে শুরু করলাম মুহূর্তেই! এই মানুষটা আমাদের পরিচিত ছিলেন, টিভি পর্দায় তাকে কতশতবার দেখেছি! নাটকের বিরতিতে, ক্রিকেট খেলায় দুটো ওভারের মাঝখানে টিভি কমার্শিয়ালে তিনি অজস্রবার হাজির হয়েছেন আমাদের সামনে। আমাদের মধ্যে যারা নাইন্টিজ কিডস, তারা ডা. আবুল মোকারিমকে দেখলে চিনতে পারবেন না- এটা হতেই পারে না!
আমরা তখন অনেক ছোট, স্কুলে পড়ি। ক্যাবল লাইন, যেটাকে তখন ডিশ নামে ডাকা হতো, সেটা খুব বেশি সহজলভ্য হয়নি। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল বিটিভি। একটা টিভি কমার্শিয়াল তখন খুব ঘন ঘন প্রচারিত হতো, ইবনে সিনা হাসপাতালের। সব ধরণের সেবার ওপরে ২৫% ছাড় চলছিল তখন, বেসরকারী হাসপাতালে চিকিৎসার খরচ যে সাধারণের নাগালের মধ্যে- সেটাই বলার চেষ্টা করা হয়েছিল সেই টিভিসিতে।
সেই বিজ্ঞাপনের একদম শেষ প্রান্তে ডা. আবুল মোকারিমকে দেখা যেতো কয়েক সেকেন্ডের জন্যে, হাস্যোজ্জ্বল মুখে তিনি বলতেন- 'অযথা বাড়তি খরচ কেন করবেন?' টেলিভিশনের পর্দায় দেখা অ্যাপ্রন পরা মানুষটা যে অভিনেতা নন, চিকিৎসক, তাও প্রথিতযশা একজন, সেটা জানা ছিল না। যখন জানলাম, ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে।
ডা. আবুল মোকারিম একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একাত্তরে দেশকে স্বাধীন করতে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। শিক্ষকতা করেছেন, সেনাবাহিনীর মেডিকেল কোরে চাকুরী করেছেন, মেজর পদমর্যাদায় থাকা অবস্থায় স্বেচ্ছা অবসর নিয়ে যুক্ত হয়েছেন বেসরকারী হাসপাতালের সঙ্গে। ইবনে সিনা ট্রাস্টের চীফ রেডিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি, নিজক্ষেত্রে দেশসেরা একজন চিকিৎসক ছিলেন ডা. আবুল মোকারিম।
করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ-এর আইসিইউতে ভর্তি ছিলেন আবুল মোকারিম। প্রায় পাঁচ দিন তিনি হসপিটালাইজড ছিলেন, গতকাল সিএমএইচেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেছেন তাদের সহকর্মীকে ফিরিয়ে আনার, কিন্ত তাদের চেষ্টাকে বিফল করে দিয়ে ডা. আবুল মোকারিম পাড়ি দিয়েছেন অন্যভূবনে, আমাদের জন্যে রেখে গেছেন তার ওই কয়েক সেকেন্ডের স্মৃতি সংবলিত টিভি কমার্শিয়ালটাই...