শতবর্ষী খবিরুন্নেসার করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার এই বিরল ঘটনা আমাদের মনোবল বাড়িয়ে দেয়। সাথে এটাও মনে করিয়ে দেয়, মৃত্যু অবধারিত জেনেও বেঁচে থাকার অদম্য প্রয়াসে টিকে থাকার এই লড়াইটার নামই হচ্ছে জীবন।
ইতিমধ্যেই তার হার্টে রিং পরানো হয়েছে। হয়েছে পিত্তথলির অপারেশনও। দীর্ঘদিন ধরে ভুগছেন স্কিন ক্যানসার, হৃদরোগ, ডায়বেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে। এই অবস্থায় আক্রান্ত হলেন মরণঘাতি করোনায়, অতঃপর বেঁচে থাকার অদম্য প্রয়াসে সুস্থ হয়ে ফিরলেন এই শতবর্ষী মহীয়সী।
সারা বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৩ লাখ, যার মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৩৬ লাখেরও বেশি। অনেকেই বলছিলো, বয়স বেশি হলে করোনার হাত থেকে বাঁচা সম্ভব না। ইতিমধ্যেই শতবর্ষী অনেক অগ্রজ এটা ভুল প্রমাণ করেছেন। এবার এমনই এক বিরল ঘটনা ঘটলো আমাদের দেশেও।
গোপালগঞ্জের শতবর্ষী খবিরুন্নেসা। সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামে বাস করেন ১০১ বছর বয়স্ক এই নারী। চিকিৎসার জন্য গত মাসের শুরুতে তিনি রাজধানীর উত্তরায় মেয়ের বাসায় যান তিনি। সেখানে মেয়ে এবং নাতির সাথে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হন। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। গত ১৯শে মে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তার স্বজনেরা ভেবেছিলেন, তিনি আর হয়তো সুস্থ হয়ে উঠবেন না। চিকিৎসকদের ধারণাও ছিলো তাই।
অথচ সবাইকে অবাক করে দিয়ে করোনাকে হারিয়ে দিলেন তিনি। তার স্বজন, চিকিৎসক কিংবা গ্রামের প্রতিবেশী সবাই বিস্ময় প্রকাশ করেছেন এই ঘটনায়। কেউ ভাবতেই পারেননি তিনি আবার সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। চিকিৎসকরা বলছেন এটা একটা বিরল ঘটনা।
এমনটা এর আগে আমাদের অঞ্চলে হতে দেখা যায়নি। শতবর্ষী করোনা আক্রান্তদের সুস্থ হবার খবর আসছিলো বেশি মূলত ইউরোপ আমেরিকা থেকেই। আক্রান্তের তুলনায় সুস্থ হবার সংখ্যাটাও কিন্তু নেহায়েত কম নয়। যে অনুপাতে করোনাভাইরাসের আতঙ্ক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সে অনুপাতে আক্রান্ত হবার পর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরগুলো ছড়িয়ে পড়ছে না।
বিশেষজ্ঞরা বলছেন- আতঙ্ক নয়, ছড়াতে হবে সচেতনতা। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আমাদের খবিরুন্নেসা। তাকে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সবাই। আপাতত হোম আইসোলেশনে আছেন তিনি। শতবর্ষী খবিরুন্নেসার করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার এই বিরল ঘটনা আমাদের মনোবল বাড়িয়ে দেয়। সাথে এটাও মনে করিয়ে দেয়, মৃত্যু অবধারিত জেনেও বেঁচে থাকার অদম্য প্রয়াসে টিকে থাকার এই লড়াইটার নামই হচ্ছে জীবন।
আমাদের কথা: প্রিয় খবিরুন্নেসা, করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন আপনি। নিজের বয়সটাকে শুধুমাত্র সংখ্যাতেই বেঁধে রেখেছেন। ফিরেছেন আপনার পরিবারের কাছে, জিতেছেন অদৃশ্য শত্রুর বিরুদ্ধে অসম্ভব এক লড়াইয়ে। আপনার এই বিরল বিজয়ের গল্প অনুপ্রেরণা যোগাবে আরও হাজার হাজার মানুষকে। ফিরে আসার যে রূপকথা লিখেছেন আপনি সেটা পাঠকদের কাছে পৌঁছে দিতে পেরে এগিয়ে চলো টিম গর্বিত, তার জন্য আপনার অনেক অনেক বেশি ভালোবাসা প্রাপ্য। এগিয়ে চলো পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, আপনার জন্যে ভালোবাসা। খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে একদম স্বাভাবিক জীবনযাপন করবেন আপনি, এটাই আমাদের কামনা...
তথ্যসূত্র ও ছবি কৃতজ্ঞতা- বাংলা ট্রিবিউন
আরো পড়ুন-